আগরতলা, ২৮ আগস্ট: রাজ্যের প্রবীণ কথাসাহিত্যিক, লেখক তথা ত্রিপুরা রবীন্দ্র পরিষদের প্রাক্তন সভাপতি সুবিমল রায় প্রয়াত হয়েছেন। আজ সকালে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন। পাশপাশি, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের কেন্দ্রীয় সংসদ শোক ব্যক্ত করেছে।
আজ সকালে নিজ বাসভবনে রাজ্যের প্রবীন কথাসাহিত্যিক বিশিষ্ট গীতিকার ও সুরকার, ত্রিপুরা রবীন্দ্র পরিষদের প্রাক্তন সভাপতি সুবিমল রায় প্রয়াত হয়েছেন। গত ১৯ আগস্ট শেষবারের মতো তিনি উপস্থিত ছিলেন তাঁর প্রিয় প্রতিষ্ঠান ত্রিপুরা রবীন্দ্র পরিষদের একটি অনুষ্ঠানে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পরিবার,আত্মীয় পরিজনদের প্রতি সমশোক ও সমবেদনা জ্ঞাপন করছে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র।
পাশাপাশি তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের প্রবীণ কথাসাহিত্যিক,লেখক তথা ত্রিপুরা রবীন্দ্র পরিষদের প্রাক্তন সভাপতি সুবিমল রায়ের প্রয়াণে তিনি অত্যন্ত শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি ও ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন তিনি।
তিনি আরও বলেন, তাঁর অগণিত সৃষ্টির মাধ্যমে সকল সাহিত্য প্রেমীদের মাঝে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।তাছাড়া, তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।