কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেন, চার জন ছাত্রনেতা ‘নিখোঁজ’, মধ্যরাত থেকে। সমাজমাধ্যমে ওই চার ছাত্রনেতার নাম উল্লেখ করে বিরোধী দলনেতা লেখেন, তাঁরা হাওড়া স্টেশনে আসছিলেন এবং মধ্যরাতের পর আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী লিখেছেন, “তাঁদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না, ফোনেও উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি, পুলিশ তাঁদের গ্রেফতার বা আটক করে থাকতে পারে।” এর পরই বিরোধী দলনেতা যোগ করেছেন, “যদি তাঁদের (ওই চার ছাত্রনেতার) কিছু হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে মমতার পুলিশ।”শুভেন্দুর এই অভিযোগ খারিজ করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, “গত রাত থেকে নিখোঁজ চার ছাত্রনেতার বিষয়ে একটি মিথ্যা আখ্যান তৈরি করার চেষ্টা করছেন একজন রাজনৈতিক নেতা। সত্য হল, কেউ নিখোঁজ নয়।” পুলিশের পক্ষ আরও জানানো হয়েছে, “চারজন নবান্ন অভিযানের সময় বড় আকারের হিংসা করার পরিকল্পনা করছিল এবং হত্যার চেষ্টার ষড়যন্ত্রে জড়িত ছিল। জননিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে তাঁদের গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের পরিবারকে জানানো হয়েছে।” কলকাতা পুলিশের এই টুইটকে ট্যাগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “পরিবারগুলি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মমতা পুলিশ আদালতে দেখা হবে।”
2024-08-27