বিআরএস শিবিরে খুশির জোয়ার, সুপ্রিম কোর্টে জামিন পেলেন কে কবিতা

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গেলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। মঙ্গলবার কে কবিতাকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। বেশ কিছু শর্ত দিয়েই কে কবিতাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না, এই শর্তে কে কবিতাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও কে কবিতাকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে।প্রথমে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন, পরে সিবিআই নিজেদের হেফাজতে নেয় কবিতাকে। মঙ্গলবার ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলায় জামিন পেলেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে কবিতার জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বেঞ্চ, ইডি এবং সিবিআইকে প্রশ্ন করে, আবগারি মামলায় যে কবিতা জড়িত ছিলেন, তা প্রমাণ করার জন্য তাদের কাছে কী তথ্য রয়েছে? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, কবিতা নিজের মোবাইল ফোন ফরম্যাট করেছিলেন। এ ভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে জানান তদন্তকারী সংস্থার আইনজীবী রাজু। যদিও সেই অভিযোগ ভুয়ো বলে আদালতে জানিয়েছেন কবিতার আইনজীবী মুকুল রোহতগি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, কে কবিতা পাঁচ মাস ধরে জেলে রয়েছেন। ৪৯৩ জন সাক্ষী এবং বেশ কয়েকটি নথি থাকায় বিচার শেষ হতে সময় লাগবে।  উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন কে কবিতা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট এদিন দিল্লি হাইকোর্টের সেই আদেশকেও খারিজ করে দিয়েছে। কে কবিতা জামিন পেতেই আনন্দে মেতে উঠেছে বিআরএস শিবির, যেন খুশির জোয়ার এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *