হাওড়া, ২৭ আগস্ট (হি.স.): নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। নবান্ন অভিযানের আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দেখতে সাঁতরাগাছিতে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের সঙ্গে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। সরকারি গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালেই জাতীয় পতাকা হাতে সাঁতরাগাছিতে দেখা গেল বেশ কিছু আন্দোলনকারীকে। আবার দুর্গাপুর স্টেশনেও জাতীয় পতাকা হাতে দেখা যায় অনেককে। সেই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর স্টেশনে ছড়ায় উত্তেজনা। জাতীয় পতাকা হাতে থাকলেও সকলেই বিজেপির নেতা কর্মী, অভিযোগ পুলিশের। ফাইবার স্টিক ও বড় লাঠি নিয়ে যেতে বাধা দেয় দুর্গাপুর স্টেশনের জিআরপি। সেই ঘটনাকে কেন্দ্র করে তখনই উত্তেজনা ছড়ায় স্টেশনে।
2024-08-27