আগরতলা, ২৭ আগস্ট: সীমান্তে কড়া নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশীরা রাজ্যে প্রবেশ করছেন। আবারো ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে পাঁচজন বাংলাদেশি সহ একজন টাউটকে গ্রেফতার করেছে এনসিসি থানায় পুলিশ।
ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নন্দননগর এলাকায় সন্দেহভাজন পাঁচজন ব্যক্তি ঘোরাঘুরি করছে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচজন বাংলাদেশী আটক হয়। সাথে মুর্শিবাদের একজন টাউটকে আটক করা হয়েছে। পুলিশী জেরায় তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে বাংলাদেশী মুদ্রায় ১৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।