ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যের বন্যাজনিত উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত কথা হয়েছে। রাজ্যের এই সংকটকালে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণের জন্য প্রধানমন্ত্রীর সহৃদয় এই মনোভাবের জন্য তিনি কৃতজ্ঞ জানিয়েছেন।

পাশাপাশি তিনি আরও বলেন, আজ বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা হয়েছে। রাজ্যের অভূতপূর্ব বন্যাজনিত বিপর্যয় পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে তিনি রাজ্যকে সর্বতোভাবে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দেন। 

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি দলকে শীঘ্রই রাজ্যের পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজ্যে পাঠাবেন। রাজ্যবাসীর এই বিপর্যয়ের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।