নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ আগস্ট:
সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা হচ্ছে না বিলোনিয়া দক্ষিণ মির্জাপুরের মহামায়া ক্লাবে। সম্পুর্ন রীতি নীতি নিয়ম রক্ষার্থে ছোট্ট আকারে দুর্গাপূজা করবে মহামায়া ক্লাব । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মহামায়া ক্লাব কর্তৃপক্ষ।
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। সোমবার সকাল সাড়ে দশটায় বিলোনিয়া মহামায়া কালিবাড়ি প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষ বড় বাজেটের দূর্গা পূজা না করার সিদ্ধান্তের কথা জানান। ক্লাবের সদস্যদের চাঁদা দিয়ে হবে নিয়ম রক্ষার্থে দূর্গা পূজা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক থেকে শুরু করে মাছ চাষী পশু পালক সহ অন্যান্য ছোট ছোট ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। এছাড়াও অনেক মানুষের মাথা গোঁজার বাসস্থান ও ভূপাতিত হয়ে গেছে।
ফলে আগামী পাঁচ থেকে ছয় মাস আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে মানুষের উপর। দূর্গাপূজার কারণে বাড়তি আর্থিক বোঝার চাপ না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে মহামায়া বড় বাজেটের দূর্গা পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মানুষের এই দুর্যোগের সময় যেন বাড়তি চাঁদার চাপ না পড়ে তার জন্য আহ্বান রাখেন মহামায়া ক্লাবের সম্পাদক রাজু নাথ। সম্পাদক ছাড়াও ছিলেন ক্লাব সভাপতি বাবুল দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।