লিভারপুল, ২৬ আগস্ট (হি.স.): অ্যানফিল্ডে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড এর বিরুদ্ধে ম্যাচটি ২-০ গোলে জিতল লিভারপুল। ম্যাচের ত্রয়োদশ মিনিটে লিভারপুলকে লুইস দিয়াস এগিয়ে দেওয়ার পর ৭০ মিনিটে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ।ব্রেন্টফোর্ডের বিপক্ষে তার গোল হলো ৬টি। গত সপ্তাহে ইপ্চউইচ টাউনের বিপক্ষেও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন মিশরের এই ফরোয়ার্ড। এদিনের ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ব্রেন্টফোর্ডকে সহজে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল আর্না স্লটের দল।
লিগে দুই রাউন্ড শেষে লিভারপুলের পয়েন্ট ৬। সমান দুটি করে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি, ব্রাইটন ও আর্সেনাল।