বাঁকুড়া, ২৫ আগস্ট (হি.স.) : রবিবার সকালে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার জঙ্গল থেকে এক মহিলার অর্ধ-নগ্ন দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে জঙ্গল থেকে কাঠ আনতে গিয়েছিলেন ওই মহিলা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর বন দফতরের কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন ওই মহিলার খোঁজে জঙ্গলে তল্লাশি চালায়। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয় তাঁদের।রবিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা ফের তল্লাশি শুরু করেন। তখন গভীর জঙ্গলে পড়ে থাকা মহিলার অর্ধ-নগ্ন দেহ দেখতে পান কয়েকজন। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অনুমান, কেউ ওই মহিলাকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্টে কীভাবে এবং কখন ওই মহিলার মৃত্যু হয়েছে সে সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
2024-08-25

