হরিজন কলোনি এলাকায় বন্যাদুর্গত শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: বনমালীপুর মন্ডলের উদ্যোগে রবিবার  হরিজন কলোনি এলাকায় বন্যা দুর্গত পরিবারের শিশুদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ৯ বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্র শেখর দেব, স্থানীয় কাউন্সিলর সহ আরো অনেকে।

এদিন হরিজন কলোনিতে বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন তিনি দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছিলেন বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য মাঠে নেমে কাজ করার জন্য।

এই আবেদনে সাড়া দিয়ে প্রত্যেকেই মাঠে নেমে কাজ করেছেন বলে তিনি উল্লেখ করেন। বন্যার জল নেমে যাওয়ায় মানুষ এখন বাড়ি করে ফিরতে শুরু করেছেন। প্রত্যেকের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ও প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ নেবে।

সরকারের পাশাপাশি দলের তরফ থেকেও যথাসাধ্য সাহায্য সহায়তা করার চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রদেশ সভাপতি। তিনি সমাজের সব অংশের জনগণকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।