বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বস্ত্র বিতরণ করল কমলপুর স্মাইল সামাজিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে রবিবার বস্ত্র বিতরণ করে কমলপুরের “স্মাইল” সামাজিক সংস্থা।

গত ৪ দিন আগে ধলাই নদীর জলস্তর বেড়ে রাজ্যের অন্যান্য জায়গার ন্যায় ভয়াবহ বন্যায় হালাহালী পঞ্চায়েতের সিঙ্গিবিল গ্রামে ক্ষতিগ্রস্ত আড়াইশ পরিবারকে রবিবার বস্ত্র বিতরন করেন “স্মাইল” পরিবারের সদস্যরা।

এদিন দুপুর ১টা নাগাদ কমলপুর মহকুমার হালহুলী পঞ্চায়েতের সিঙ্গিবিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায়  আড়াইশো জনকে বস্ত্র দান করেন। স্মাইল সামাজিক সংস্থার পরিবারের উদ্যোগে বন্যায় দুর্গতদের বস্ত্র দান কর্মসূচিতে খুশী হালহুলী পঞ্চায়েতের সিঙ্গিবিল গ্রামের দুঃস্থ পরিবার গুলি।

তাদের বক্তব্য, বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে। এই সময়ে স্মাইল সামাজিক সংস্থা আমাদের শাড়ি কাপড় শিশুদের বিভিন্ন বস্ত্র দেওয়ায় ধন্যবাদ জানান।