আগরতলা, ২৪ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিতপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে আটককৃত দুইজনই বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। তারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা।

