আর এক সপ্তাহ বাদেই নবাবের শহর লখনউতে হবে ডার্বি ম্যাচ

লখনউ, ২৩ আগস্ট (হি.স.): ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আর কলকাতায় ডার্বি ম্যাচ হচ্ছে না। এতে হতাশ হয়েছিলেন দুই দলের সমর্থকরা। অপেক্ষা ছিল সেই আইএসএলের। কিন্তু তা নয়। হঠাৎ করে এলো সুখবর। উত্তর প্রদেশে ফুটবলের প্রচারের জন্য নবাবের শহর লখনউতে এবার অনুষ্ঠিত হবে কলকাতা ডার্বি। আগামী ২ সেপ্টেম্বর লখনউতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচ হবে উত্তরপ্রদেশের রাজধানীর কেডি সিং বাবু স্টেডিয়ামে, ফ্লাডলাইটে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ম্যাচে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজ্যের স্পোর্টস ডিরেক্টর আরপি সিং।