আগরতলা, ২২ আগস্ট : ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বটতলা মহাশ্মশানের বেশ কয়েকটি চুল্লি জলের তলায় চলে গিয়েছে। স্বাভাবিক কারণেই এ চুল্লিতে মরদেহের শেষকৃত্য করানো সম্ভব হচ্ছে না। ঘরের ভেতরের বৈদ্যুতিক চুল্লিতেই মরদেহের শেষকৃত্য করানো হচ্ছে।
টানা বর্ষণের কারণে বটতলা চত্বর জলমগ্ন হয়ে পড়ে। মহাশ্মশানের ডোম ও কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বৈদ্যুতিক চুল্লিতে মরদেহ শেষকৃত্য করাতে কিন্তু তারপরও বেশ কয়েক ঘণ্টা ধরে শ্মশানযাত্রীরা অপেক্ষায় বসে থাকেন।
এক কর্মী জানিয়েছেন, গতকালের বৃষ্টিতে বটতলা মহাশ্মশান জলমগ্ন হয়ে পড়েছে। আজ সকাল থেকে মরদেহ শেষকৃত্য করানো সম্ভব হচ্ছে না।