আগরতলা, ২২ আগস্ট: সোনামুড়া মহকুমা কলম ক্ষেত এলাকায় বন্যায় প্রায় ৭০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।দিশেহারা মানুষের পাশে নেই প্রশাসন অভিযোগ এলাকাবাসীর।
রাতভর অবিরাম বৃষ্টির কারনে সোনামুড়ার বন্যা পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকে আরো ভয়ানক হয়ে উঠেছে। উজানে বৃষ্টির ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী। গতরাতের পাশাপাশি আজ সকালেও ভারী বৃষ্টিপাত হয় সোনামুড়া মহকুমা জুড়ে। যার ফলে বেজিমারা, রবীন্দ্রনগর, রাঙ্গামাটিয়া ,খেদাবাড়ি সহ সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পুর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড নুতন ভাবে বন্যার কবলে চলে এসেছে। মেলাঘর ও সোনামুড়ার দুর্গাপুর দিয়ে গোমতীর বাঁধের কয়েকটি অংশে ফুটো হয়ে যাওয়ায় কাদা মিশ্রিত জল বেরিয়ে আসছিল। বালির বস্তা ফেলে সেই সমস্ত ফুটো মেরামত করা হয়েছে। মেলাঘর থেকে সোনামুড়ার রাস্তার রাঙ্গামাটিয়া এলাকার এক ধারের একটা অংশ ভেঙে যাওয়ায় প্রশাসনের তরফে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সোনামুড়া। যদি রাস্তাটি পুরপুরি ভেঙে যায় তাহলে গোমতীর জল প্রবেশ করে অবস্থা আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তাছাড়া, গোটা মহকুমায় এখনো পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে বলে জানানো হয়েছে মহকুমা প্রশাসনের তরফে। দুপুর পর্যন্ত তাদের মধ্যে ১৪ হাজারকে উদ্ধর করে শরণার্থী শিবিরে পাঠানো সম্ভব হলেও অনেক শরণার্থী শিবিরে জল উঠে যাওয়ায় তাদেরকে পুনরায় অন্যত্র সরানো হচ্ছে।

