মুম্বই, ২১ আগস্ট (হি.স.) : মহারাষ্ট্র থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী ধৈর্যশীল পাটিল। মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে, মুম্বই বিজেপির প্রধান আশিস শেলার, বিধায়ক প্রবীণ দারেকর এবং অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে তিনি তাঁর মনোনয়ন জমা দেন।
উল্লেখ্য, বিজেপির তরফে ধৈর্যশীল পাটিলকে মহারাষ্ট্র থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করা হয়। ২০২৩ সালের আগে ধৈর্যশীল পাটিল ভারতের কৃষক এবং ওয়ার্কার্স পার্টি–র সদস্য ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি বিজেপিতে যোগ দেন।