প্রবল বর্ষণে প্লাবিত উত্তর জেলার বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ আগস্ট: সোমবার সন্ধ্যা থেকে উত্তর জেলা সদর ধর্মনগরে চলছে অঝরে বৃষ্টি। বিভিন্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে উঠেছে। বিশেষ করে ভারত বাংলা সীমান্তের বিঘার পর বিঘা জমি প্লাবিত হওয়ায় জলের নিচে চলে গেছে। এলাকার কৃষকদের মাথায় হাত পড়ে গেছে।

এদিকে শিববাড়ি ছড়ার পার এলাকা অতিরিক্ত প্লাবিত হওয়ায় দশটি পরিবারের সদস্যরা শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছে। সাধারণ মানুষ বিশেষ করে বিভিন্ন সামাজিক ক্লাবের সদস্যরা বিভিন্ন জায়গায় সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে শরণার্থীদের উদ্ধার করতে। নয়াপাড়া, রাজবাড়ীর মন্ডপ পাড়া, জেল রোড সব এলাকাই জলমগ্ন। নিরাপত্তার জন্য মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের ঘর বাড়ি যেগুলি কিছুটা উঁচু জায়গায় রয়েছে তাতে আশ্রয় নিচ্ছে।

শহর বৃষ্টিতে শুনশান অবস্থা ধারণ করেছে। মানুষ প্রায় নেই বললেই চলে। যে যার নিজের ঘরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। জুরি নদী এবং কাকরি নদী ফুলে ফেঁপে উঠেছে। জল বিপদসীমার ঊর্ধ্ব দিয়ে বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *