আগরতলা, ২০ আগস্ট: পাহাড়ে ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, প্রবল বর্ষার ফলে শান্তির বাজার মহকুমায় ব্যাপক ক্ষতি হয়েছে। এরইমধ্যে শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় পাহারের মাটি ধ্বসে পরে ঘুমের মধ্যে চিরনিদ্রায় আচ্ছিত হলো একই পরিবারে তিনজন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কচ্ছপ ছড়া পাড়ার বসবাসকারি ত্রিসংকু চাকমা অন্যান্য দিনের মতো গতকাল রাত পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। প্রবল বর্ষায় ফলে আজ ভোর আনুমানিক ৪ ঘটিকায় ত্রিসংকু চাকমার ঘরের মধ্যে পাহাড়ের মাটি ধ্বসে পরে। এতে মাটি চাপা পরে ত্রিংসকু চাকমা, সহধর্মীনি রঞ্জনি চাকমা ও তাদের ১২ বছরের কন্যাসন্তান বিনিতা চাকমা চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে পরে।
আরও জানা গিয়েছে, দেবীপুর এলাকায় রাস্তা খারাপ হবার কারণে প্রসাশনিক লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হতে পারছেনা। তাই এলাকার লোকজনেরা একত্রিত হয়ে উদ্ধার কাজে হাত বাড়িয়ে দেয়।

