রাজীব গান্ধীর ৮০তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮০ তম জন্মজয়ন্তী মঙ্গলবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মূল অনুষ্ঠান হয় আগরতলা কংগ্রেস ভবনে।

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০তম জন্ম দিবসটি আজ সারাদেশে সৎভাবনা দিবস হিসেবে উদযাদিত হয়েছে। এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কংগ্রেস ভবনে। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের সূচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক স্তরে দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজীব গান্ধী ছিলেন যুবসমাজের প্রেরণা। তার প্রদর্শিত পথেই আজ দেশ বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছেছে। যুব সমাজকে রাজীব গান্ধীর মতাদর্শে ও তার প্রদর্শিত পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *