আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। ফলে, অবিরাম বর্ষণে বিলোনিয়া থেকে বীরচন্দ্র সড়কে পাইখোলায় সড়ক বন্ধ হয়ে পড়ে। ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে।আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সর্বাধিক দক্ষিণ ত্রিপুরা জেলার ২২৩.২ এমএম এবং সর্বনিম্ন উত্তর ত্রিপুরা জেলায় ১০৮.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।
মৌসম বিভাগ জানিয়েছে, আজ এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় ১৩৬.৩ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার ১৩৯.৭ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খোয়াই জেলায় ১৫২.৩ এমএম, গোমতী জেলায় ২১৪.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলায় ১০৮.২ এমএম, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২২৩.২ এমএম, ধলাই জেলায় ১৮৫.৫ এমএম এবং ঊনকোটি জেলায় ২০২.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।