টানা বর্ষণে বিপর্যয়, মুহুরি নদীর জলস্তর বেড়ে দক্ষিণ জেলায় বন্যা পরিস্থিতি, জেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, টোল ফ্রি নম্বর জারি

আগরতলা, ২০ আগস্ট: গত দুইদিন ধরে ত্রিপুরায় টানা বৃষ্টিপাত হচ্ছে। ফলে, দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমাতে মুহুরী নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি, বাড়িঘর এবং রাস্তাঘাট। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে। জননিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং বন্যার প্রভাব প্রশমিত করতে জেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি, দক্ষিণ জেলা জেলা প্রসাশনের তরফ থেকে জনগণকে অস্থায়ী শিবিরের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে।

প্রসঙ্গত, প্রবল বর্ষণে মুহুরি নদীর জলস্তর বেড়ে দক্ষিণ জেলার বিভিন্ন মহকুমায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে শান্তির বাজার,  বিলোনিয়া  সহ একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পরে।এর মধ্যে শান্তির বাজার শহরের সানফ্লাওয়ার স্কুল সংলগ্ন এলাকা,পুর পরিষদের ৩ নং ওয়ার্ড ও বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পরে।ইতিমধ্যে লোকজনদের ঘরে জল প্রবেশ করেছে। প্রসাশনের তরফ থেকে অস্থায়ী শিবির খোলা হয়েছে। জনগণকে শিবিরের নিরাপদ স্থানে পৌঁছে দিতে হাত বাড়িয়েছেন দক্ষিন জেলাপরিষদের ৭ নং ওয়ার্ডের জয়ী প্রার্থী নিতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ। তাছাড়া, উদ্ধার কাজে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।

তেমনি, বিলোনিয়া শহরের বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে আর্য্য কলোনি,শালটিলা, যোগমায়া কালিবাড়ি,থানা, রামঠাকুর স্মৃতি মন্দির , হল চৌমুহনী, জগন্নাথ বাড়ি রোড, জেলা শিক্ষা দপ্তর ,পুরসভা কার্যালয় জলমগ্ন হয়ে পড়ে। এদিকে, বিলোনিয়া থেকে বীরচন্দ্র সড়কে পাইখোলায় রাস্তা ব্যাপক ক্ষতি হয়েছে। 

এদিকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা জেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং অন্যান্য জেলাগুলির বেশ কয়েকটি এলাকা বন্যার সম্মুখীন হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, জন নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং বন্যার প্রভাব প্রশমিত করতে জেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া, দক্ষিণ জেলা জেলা প্রশাসনের সামাজিক মাধ্যমে জনগণকে ওই শিবিরের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে।পাশাপাশি, সাহায্যের জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে। টোল ফ্রি নম্বর গুলি হল-৬৯০৯৩৫৮৮১৯/০৩৮২৩২২২০৪৬/০৩৮২৩২২৩০৬৬ বা ১০৭৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *