দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন শাহাজাহান 

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন শাহাজাহান ওরফে বিলাশ। আজ কুমিল্লার বিবির বাজার – সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে ফিরলেন তিনি। 

প্রসঙ্গত, ১৯৮৮ সালের শেষের দিকে ত্রিপুরার সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দা শাহাজাহান বাংলাদেশ আত্নীয়ের বাড়ী গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। তৎকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলায় তাঁকে আদালতে তুলেছিলেন। আদালতের নির্দেশে তাঁর  ১১ বছরের সাজা হয়েছিল।  ১১ পর জেলে থাকার পর অনৈতিক ভাবে ৩৫ বছর আটকে রেখে দেয় শাহাজাহানকে। 

আজ আগরতলার জারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মোশাহিদ আলীর বিশেষ সহযোগিতায় কুমিল্লার বিবির বাজার – সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইন প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারে হাতে হস্তান্তর করা হয় শাহাজাহানকে। ৬২ বছরের শাহজাহানের পরিবারে রয়েছে এক ছেলে এবং স্ত্রী। ছেলের জন্মের আগেই বাবা বাংলাদেশ পুলিশের হাতে আটক হয়েছিলেন।দীর্ঘ ৩৭ বছরের অপেক্ষার অবসান পরিবারে।ভারতে আসতে পেরে খুশি শাহাজাহান বলছেন, আজ পুনর্জন্ম  হয়েছে তাঁর। নরক থেকে স্বর্গ এসেছে সে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *