নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: মঙ্গলবার ৩৩তম মনিপুরী ভাষা দিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে মুক্তধারা অডিটরিয়ামে আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০শে আগস্ট ১৯৯২ সালে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে মণিপুরী ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়। আজ ৩৩ তম মণিপুরি ভাষা দিবস। এই দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সকালে এক বর্ণাঢ্য রেলি মুক্তধারা অডিটোরামের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মুক্তধারা অডিটরিয়ামে এসে মিলিত হয়।
সেখানে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা শিক্ষা দপ্তরের অধিকর্তা রত্নজিত দেববর্মন , শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তাদের আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনিপুরী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনিপুরী কবি সম্মেলন।