নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): সোমবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রাখীবন্ধন উৎসব। সেই উৎসবে সামিল হয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। ছোটদের হাত থেকে রাখী পরলেন রাজনাথ সিং, এভাবেই রাখীবন্ধন উৎসবে সামিল হয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্ভিদ গুরুকুলম গার্লস সৈনিক স্কুলের ছাত্রীরা সোমবার দিল্লিতে রাখীবন্ধন উৎসব উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে রাখী বাঁধে। এছাড়াও রাষ্ট্রীয় সৈনিক সংস্থার উষা রানা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে দেখা করেন এবং রাখীবন্ধন উপলক্ষে রাখী বাঁধেন।
2024-08-19

