BRAKING NEWS

মহিলাদের সুরক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার, রাখী বন্ধন অনুষ্ঠানে বললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট:
প্রত্যেক বছরের মত এবারও রাখি বন্ধনের বিশেষ দিনটিতে, বোনেদের থেকে রাখি পড়লেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে প্রায় দুই শতাধিক মহিলারা ধলেশ্বরস্থিত বাড়িতে গিয়ে এদিন শ্রী দেবকে রাখি পড়ান।

বিপ্লব কুমার দেব বলেন, রাখি বন্ধন মানেই ভাইয়ের কল্যাণে বোনের মঙ্গল প্রার্থনা। এই স্নেহ ও বড়দের আশীর্বাদ সর্বদাই সমস্ত প্রতিকূলতা ও অশুভ আঁধারকে কাটিয়ে আরও দৃঢ়তার সাথে এগিয়ে যেতে উজ্জীবিত করে। প্রসঙ্গ টেনে তিনি রাখি বন্ধন সূচনার ক্ষেত্রে রবীন্দ্র নাথ ঠাকুরের ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।

তিনি আরও বলেন, মহিলাদের সুরক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলাদের সমাজের মূল স্রোতের সাথে মিলিয়ে চলার উপযোগী করে তুলতে সংরক্ষণ ব্যবস্থা লাগু করেন। ত্রিপরাতেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন, টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, কর্পোরেটগন সহ আরও অনেকে উপস্থিত থেকে এই রাখী বন্ধন অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *