নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীরা অবিলম্বে নিয়মিত করনের দাবি জানিয়েছেন। রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেছেন।
কমিটির সভাপতি বাবুল আচার্জী, এদিন বিস্তারিত বলতে গিয়ে জানান, বিগত সরকারের আমলে ১০ বছর সরকারি পদে অনিয়মিতভাবে কাজ করলে তাদের নিয়মিতকরণ করা হতো। কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ প্রয়োগ করেন। কিন্তু তারপর স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও তারা বিফল হয়েছেন বলে জানিয়েছেন নেতৃত্ব।
তিনি আরো বলেন বর্তমান রাজ্য সরকার যদি অবিলম্বে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের জন্য কোন উদ্যোগ গ্রহণ না করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হবেন। এমনকি কর্ম বিরতির ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা।