সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী রণজিৎ দাস

হাইলাকান্দি (অসম) ১৭ আগস্ট (হি.স.) : রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আইন ও বিচার মন্ত্রী রণজিৎ দাস বরাক উপত্যকা সফরের তৃতীয় দিনে সোমবার হাইলাকান্দি আসছেন। সোমবার তিনি সকাল সাড়ে ১০ টায় কাটলিছড়া উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করবেন এবং অমৃত সরোবর প্রকল্প সহ গ্রাম উন্নয়ন প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন। এরপর তিনি লালা উন্নয়ন খন্ডের প্রকল্পগুলি পরিদর্শন করবেন। মন্ত্রী রঞ্জিত দাস এরপর বিকাল ৩ টায় হাইলাকান্দির দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় জেলা আয়ুক্তের কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর মন্ত্রী হাইলাকান্দি সার্কিট হাউসে রাত্রি যাপন করে পরদিন মঙ্গলবার করিমগঞ্জ চলে যাবেন।