আর জি করকান্ডে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ, তেলিয়ামুড়ার ঔষধের দোকানে রোগী দেখেন চিকিৎসক

আগরতলা, ১৭ আগস্ট: আরজি কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে যখন চিকিৎসকরা আন্দোলনে জড়িয়ে পড়েছেন ঠিক সেই সময়ে তেলিয়ামুড়ার একটি ঔষধের দোকানে জাঁকিয়ে রোগী দেখেন এক চিকিৎসক। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বইছে। 

প্রসঙ্গত, কলকাতার আর.জি কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রী মৌমিতা দেবনাথকে গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের চিকিৎসকরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছে, ঠিক সেই জায়গায় তেলিয়ামুড়া’তে প্রাইভেট চেম্বারে এক চিকিৎসক চিকিৎসা করে নিজের পকেট ভর্তি করতে মরিয়া হয়ে উঠেছে। গুণধর ওই চিকিৎসকের নাম অনুজিত দেবনাথ। তবে কি ওই চিকিৎসক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি সমর্থন করেন না?  তিনি ব্যাক্তিগতভাবে সমর্থন নাই করতে পারেন, কিন্তু মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে চিকিৎসক মৌমিতা দেবনাথের উপর ঘটে যাওয়া এই নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে একদিন নিজের পকেট ভর্তি করা থেকে বিরত থাকতে পারতেন। 

কিন্তু তা না করে তিনি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী আগরতলা থেকে নিজের বাইকে চেপে তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলে বসে নিজের প্রাইভেট চেম্বারে জাঁকিয়ে বসেছেন চিকিৎসার নামে ব্যাবসায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *