আগরতলা, ১৭ আগস্ট : গনবন্টন ব্যবস্থার আওতাধীন রাজ্যের সকল রেশন কার্ডধারী উপভোক্তাদের আঙ্গুলের ছাপের মাধ্যমে আধার ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। মূলত, রেশন দোকানে নিরবিচ্ছিন্নভাবে রেশন সামগ্রী পেতে তা প্রয়োজন। আজ খাদ্য দপ্তরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,সেই সঙ্গে খাদ্য দপ্তর খুব শীঘ্রই রাজ্যে গনবন্টন ব্যবস্থায় পুরনো কাগজের রেশন কার্ডের বদলে নতুন রেশন কার্ড প্রদান করা হবে। এক্ষেত্রে রেশন কার্ডে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্যাদি সঠিক থাকা জরুরী।
আরও জানানো হয়েছে, কিন্তু এটা লক্ষ্য করা গেছে রাজ্যের বেশ উল্লেখযোগ্য সংখ্যক রেশনকার্ডধারী উপভোক্তাদের এখনো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই। তাদের অবিলম্বে আধার লিঙ্ক করা একান্তই প্রয়োজন। এই সকল ভোক্তাদের তালিকা সংশ্লিষ্ট রেশন দোকানে দেওয়া আছে। আগামী ৩০শে সেপ্টম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট রেশন দোকানে গিয়ে ই-পস মেসিনে আঙ্গুলের ছাপ স্ক্যান করেতে হবে।
তাছাড়া,সকল উপভোক্তাদের দপ্তরের ওয়েবসাইটে স্কেন করে রেশন কার্ড নম্বর দিয়ে অনলাইনে নিজ নিজ রেশন কার্ডে পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ ও ঠিকানা ইত্যাদি তথ্য দেখে নিতে বলা হচ্ছে।

