আগরতলা,১৭ আগস্ট: ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে ধলাই জেলার কমলপুরেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শনিবার সকাল থেকে টানা ২৪ ঘন্টার কর্ম বিরতি ধর্মঘটে শামিল হয়েছেন।
কলকাতা আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে নারকীয় ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে ২৪ ঘন্টার কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করছেন । এর প্রতিবাদ জানিয়ে এবং সঠিক বিচার চেয়ে কমলপুর শহরে মিছিল বের করা হয়। এর নেতৃত্ব দেন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক তথা এসডিএমও রাজা জমাতিয়া। শনিবার দুপুরে প্রতিবাদে মুখর হয়ে মিছিলটি বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হাসপাতালে সমাপ্ত করা হয়।
বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক তথা এসডিএমও রাজা জমাতিয়া বলেন, পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া মেডিকেল এসোসিয়েশনের কর্মসূচি অনুযায়ী এর প্রতিবাদ জানিয়ে হাসপাতালের চিকিৎসক,নার্স ও অন্যান্য কর্মীরা সবাই শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হচ্ছে।