আগরতলা, ১৭ আগস্ট: ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা।
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে নারকীয় ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। সাথে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসক সহ সুশীল সমাজ প্রতিবাদে সামিল হয়েছে। এরই অঙ্গ হিসেবে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন আজ শনিবার সকাল ছয়টা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই বন্ধকে সফল করার লক্ষ্যেই আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা।
এদিন এক চিকিৎসক বলেন, কলকাতার আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের ডাকা বন্ধের সর্মথনে রাজ্যের চিকিৎসকরা সামিল হয়েছেন।