শিলিগুড়ি, ১৭ আগস্ট (হি. স.) : আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদে শামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীক্ষার্থীরা। আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সারা দেশে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ। ইমারজেন্সিতে রোগী দেখলেও, আউটডোরে রোগী দেখবেন না চিকিৎসকরা। শনিবার সকাল থেকেই দেশের প্রতিটি সরকারি বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে বন্ধ আউটডোর পরিষেবা। সারা দেশের পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালেও চলছে কর্মবিরতি। আইএমএ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ চলছে। হাসপাতালের বহির্বিভাগ সমেত সমস্ত অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগে রোগী দেখছেন শিলিগুড়ি হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও। সকাল থেকেই সকলে পালা করে অবস্থানে বসছেন।
2024-08-17