বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে খাদ্য দপ্তরের উদ্যোগে কনজিউমার ক্লাবের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রাজ্যের ১০০টি স্কুলে  কনজিউমার ক্লাব “গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই এ ধরনের ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দপ্তর।

খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তর সহযোগিতায় রাজ্যের ১০০ টি বিদ্যালয় ভিত্তিক ” কনজিউমার ক্লাব” গঠনের উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর।  তারই অঙ্গ হিসাবে আজ বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তর সহযোগিতায় কনজিউমার ক্লাব” এর শুভ সূচনা করলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী।

এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন”।  সেদিন এধরনের কনজিউমার ক্লাব গঠনের তাৎপর্য বিশ্লেষণ ব্যাখ্যা করে বক্তব্য রাখেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *