ডক্টর সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট:ডক্টর সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আর জি কর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে এক মৌন প্রতিবাদে সামিল হন সব ডাক্তাররা। এদিন রাজধানীর  রবীন্দ্র ভবনের সামনে এই মৌন  প্রতিবাদে সরব হয়েছেন ডক্টর সেলের সকল চিকিৎসক এবং নার্সরা। হাতে প্লে কার্ড নিয়ে এই নরকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত চিকিৎসক মহল।

এদিনের এই প্রতিবাদ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে ডাক্তার সুশান্ত রায় বলেন, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ডক্টর সেলের সদস্যরা। তিনি আরও বলেন, চিকিৎসকরা সর্বত্রই শারীরিক এবং মানসিকভাবে নিগৃহীত হয়ে আসছেন প্রায়ই। তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মহিলা চিকিৎসকদের প্রায়শই রাত্রিকালীন ডিউটিতে রোগীদের সেবা করার জন্য উপস্থিত থাকতে হয়। সেই অবস্থায় মহিলা চিকিৎসকদের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা এবং প্রশাসনিক সুরক্ষা প্রদান করার দাবি জানানো হয়। পাশাপাশি আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা ফাস্ট ট্রাক কোর্টে দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই দিন।