নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন স্থানে স্বাধীনতা সংগ্রামীদের মর্মর মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করে মালা পরিয়ে দিলেন বিজেপি যুব মোর্চার নেতা কর্মী সমর্থকরা।হর ঘর তিরঙ্গা অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে সাফাই অভিযান ও গান্ধী মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে দেশ স্বাধীনে যাদের অবদান রয়েছে তাদের মর্মর মূর্তি পরিষ্কার করে মাল্যদান করা হয়।বিভিন্ন এলাকায় স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয় । এর অঙ্গ হিসাবে মহারাজগঞ্জ বাজার নেতাজি মূর্তি পরিষ্কার করে মাল্যদান করে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা।
2024-08-14

