নাইন বুলেটসকে নকআউট করে বীরেন্দ্র ক্লাব কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শুরু হলো নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফিল ্ড ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই চমক দুই এক গোলে দারুন জয় ছিনিয়ে বীরেন্দ্র ক্লাব কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে হেরে বিদায় নাইন বুলেট স্থানীয় মাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধের খেলা এক এক গোলে ড্র ছিল দ্বিতীয় আর্ধের ২৫ মিনিটে রামরাজের বুদ্ধিদীপ্ত গোলে বীরেন্দ্র ক্লাব দুই এক গোলে লিড নেয় শেষ পর্যন্ত গোলটি ধরে রাখার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণাত্মক খেললেও মাঠে চতুর্থ গোলের আর সন্ধান মেলেনি দুয়েক গোলে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। খেলায় অশত ধরনের দায়ে রেফারি বিজিত নয়ন বলেছে রহিম কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন আগামী কাল বিরতির পর ১৬ আগস্ট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে লাল বাহাদুর ব্যামাগার খেলবে টাউন ক্লাবের বিরুদ্ধে ১৯ আগস্ট প্রথম সেমিফাইনালে আজ বিজয়ী বীরেন্দ্র ক্লাব ও ১৬ আগস্ট ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। এদিকে খেলা শুরুর প্রাক্কালে প্রাক্তন ফুটবলার বাবুল দেব পিক আপ করে টুর্নামেন্টের সূচনা করেন অনুষ্ঠানে যুব বিশ্বকাপ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।