আগরতলা, ১৪ আগস্ট: বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় পাঁচ জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। ত্রিপুরার বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। আজ বাংলাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে কালো ব্যাজ ধারণ করলেন রাজ্যের বিভিন্ন জার্নালিস্ট সংগঠন।
বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের উপর হামলা এমনকি প্রাণনাশের ঘটনা ঘটে চলেছে। আজ আগরতলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সংগঠনগুলির তরফ থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা বন্ধ করার দাবি জানিয়ে কাল ব্যাজ ধারণ করেছেন সাংবাদিকরা। পাশাপাশি, অতিসত্বর এ ঘটনার সুষ্ঠ বিচার সহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানাল সাংবাদিকদের সংগঠনগুলো।
এদিকে, বাংলাদেশে সাংবাদিক হত্যা এবং বেশ কয়েকজন সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগরেও সাংবাদিকরা সম্মিলিতভাবে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কট্টরপন্থী জামাত ইসলাম বিএনপি দেশের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে। পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশে অরাজকতা নামিয়ে আনে সেই অরাজকতার ফলে সে দেশের ৫-৬ জন সাংবাদিক-কে হত্যা করে। মোট ১০-১২ জন সাংবাদিককে আহত হয়েছেন।পরবর্তী সময়ে বাংলাদেশ প্রেসক্লাব থেকেও ৫১ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়। এরই প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে ধর্মনগরেও সমস্ত সাংবাদিক সম্মিলিতভাবে ধর্মনগর জেলা শাসকের অফিস প্রাঙ্গনে মৌন প্রতিবাদে শামিল হয়েছেন।