বীরেন্দ্র, নাইন বুলেটস-এর ম্যাচ দিয়ে আজ থেকে নকআউট ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে শুরু হচ্ছে নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল শীল্ড ফুটবল টুর্নামেন্ট। বীরেন্দ্র ক্লাব এবং নাইন বুলেটস এর ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ফ্লাড লাইটে নক আউট শীল্ড ফুটবল টুর্নামেন্টের সূচনা হচ্ছে আগামীকাল। এবারকার আসরে নকআউট পর্যায়ের সবকটি ম্যাচই হবে ফ্লাডলাইটে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত অবস্থায় শেষ হলে তা ফয়সালার জন্য পেনাল্টি শুট আউটের দিকেও গড়াতে পারে ম্যাচ। প্রতিটি ম্যাচেই থাকবে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার। ম্যাচের শেষে মাঠেই বিজয়ী কে পুরস্কৃত করা হবে। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কিক অফ করবেন প্রাক্তন ফুটবলার বাবুল দেব। আগামীকাল উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র ক্লাব নাইন বুলেটস- এর ম্যাচের পর ১৬ আগস্ট দ্বিতীয় ম্যাচে লাল বাহাদুর ব্যয়ামাগার ও টাউন ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ১৭ই আগস্ট ত্রিবেণী সংঘ খেলবে জুয়েলস এসোসিয়েশনের বিরুদ্ধে। ‌ ১৮ আগস্ট ব্লাড মাউথ ক্লাব বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাবের ম্যাচ। ১৯ ও ২০ আগস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। গত বছরের চ্যাম্পিয়ন ও রানার্স দল হিসেবে যথাক্রমে এগিয়ে চলো সংঘ এবং রামকৃষ্ণ ক্লাব সরাসরি সেমিফাইনাল পর্যায়ে খেলবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।

পয়েন্ট তালিকা : বি ডিভিশন লীগ ফুটবল

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

কল্যাণ সমিতি  ৭    ৬    ১    ০   ৩২-১১   ১৮

স্কাইলার্ক    ৭    ৫    ১    ১   ১৭-৭   ১৬

স্পোর্টস স্কুল  ৭    ৪    ২    ১   ১৯-১৩   ১৩

পুলিশ আর সি  ৭    ৩    ২    ২   ১৮-১৩   ১১

মৌচাক  ৭    ২    ০    ৫   ১৩-১৪   ০৯

বীরেন্দ্র ক্লাব ৭    ২    ৪    ১   ১৫-২৪   ০৭

আরসিসি  ৭    ১    ৪    ২   ৭-১৮   ০৫

নবোদয় সংঘ ৭    ০    ৭    ০   ১০-৩১   ০০