‘হর ঘর তিরঙ্গা’ কৰ্মসূচির অধীনে করিমগঞ্জেও ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম), ১৩ আগস্ট (হি.স.) : ৭৮-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অধীনে আজ মঙ্গলবার করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এক ‘তিরঙ্গা যাত্রা’ বের করা হয়। মঙ্গলবার বিকাল পাঁচটায় করিমগঞ্জের জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে ওই ‘তিরঙ্গা যাত্রা’ শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়, সিভিল হাসপাতালের সম্মুখ হয়ে এওসি পয়েন্ট, সন্তর বাজার, রামকৃষ্ণ মিশন, জেলা গ্রন্থাগার ভবন হয়ে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে তিরঙ্গা যাত্রা করিমগঞ্জ শহরে বের করা হয়। পতাকা নেড়ে ‘তিরঙ্গা যাত্রা’র সূচনা করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। তিরঙ্গা যাত্রায় জেলাশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারির বিভাগের আধিকারিক, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, সর্বস্তরের নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, সুরক্ষা বাহিনীগুলির আধিকারিক ও কর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষ্যে বুধবার সকাল ছয়টায় জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে করিমগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক হয়ে ‘তিরঙ্গা দৌড়’ অনুষ্ঠিত হবে। আগামীকালের দৌড় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে শেষ হবে। পাশাপাশি, এদিন বিকাল তিনটায় ‘তিরঙ্গা বাইক মিছিল’ এবং শ্রদ্ধাঞ্জলি কার্যসূচির আয়োজন করা হয়েছে। জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাইক মিছিলটি এওসি পয়েন্ট, সেটেলমেন্ট রোড, সুতারকান্দি হয়ে মালেগড় যুদ্ধস্মারকে গিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে। পরে ওই মিছিল করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হবে।এছাড়া ১৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল চারটায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক ‘তিরঙ্গা কনসার্ট’-এরও আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *