আর জি কর-কাণ্ডে পদত্যাগ করা উচিৎ মমতার, মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র

ভোপাল, ১২ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। ক্ষোভে ফুঁসছে বাংলা তথা দেশের রাজনৈতিক মহলও। এবার এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।তিনি বলেন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে খুবই সাধারণ ব্যাপার। বাংলা এমন একটি রাজ্য যেখানে প্রায় প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে, তার মধ্যে মাত্র কয়েকটি ঘটনাই প্রকাশ্যে আসে। মহিলাদের এখানে উপযুক্ত সম্মান দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিৎ।