আগরতলা, ১২ আগস্ট: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে স্ত্রীর ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বামী। পর্রবতী সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্ত্রী। বর্তমানে স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে,আজ সকালে জিরানিয়া ইট ভাট্টাতে বসবাসরত এক দম্পতির মধ্যে পারিবারিক ঝামেলা শুরু হয়েছিল। ওই বিবাদ এক সময় ভয়ংকর আকার ধারণ করে। তখন স্ত্রীর ইটের আঘাতে গুরুতর আহত হয়েছকন স্বামী তপন গোয়ালা(৪০)। সাথে সাথো তাকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। আরও জানা গিয়েছে, ঘটনার পর তার স্ত্রী পালিয়ে যান।

