একরাশ হতাশা নিয়েই ফুটবল থেকে অবসর  মার্তার

প্যারিস, ১১ আগস্ট (হি.স.): ব্রাজিলিয়ান কিংবদন্তি মহিলা ফুটবলার মার্তার ব্যক্তি অর্জনের ঝুলি রেকর্ডে টাইটম্বুর। মেয়েদের ফুটবলে তাঁকে কিংবদন্তি ফুটবলার বলা হয়। কিন্তু দলগত অর্জনের শিরোপা নেই তাঁর ঝুলিতে ! সেই কিংবদন্তি মার্তা শনিবার অলিম্পিকের ফাইনালে হেরে তাঁর মনের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারেননি। অনেক আক্ষেপ নিয়েই ফুটবলকে বিদায় জানিয়েছেন।

তিন তিনবার ফাইনালেও উঠেও সোনালী পদক তিনি স্পর্শ করতে পারেননি। এর আগে ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকেও রৌপ্য পদক নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

২০০২ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় মার্তার। সব মিলিয়ে তিনি ব্রাজিলের জার্সিতে ২০৪ ম্যাচে ১১৯ গোল করেছেন। যা ব্রাজিলের ইতিহাসে মহিলা কিংবা পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

মার্তা ব্যক্তিগত কেরিয়ারে রেকর্ড ৬ বার জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২০০৭ বিশ্বকাপে  জিতেছেন গোল্ডেন বুট। এই আসরেই জেতেন গোল্ডেন বলের পুরস্কার। ছেলে ও মেয়েদের মিলিয়ে বিশ্বকাপে রেকর্ড ১৭ গোল রয়েছে তাঁর।আর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপ ও পাঁচটি অলিম্পিকের আসরে তাঁর গোল করার রেকর্ডও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *