নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, অবিশ্রান্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত দেশের নানা রাজ্যে। বিশেষ করে পাহাড়ি রাজ্যগুলিতে খুবই খারাপ অবস্থা। আকস্মিক বন্যা, ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতো পাহাড়ি রাজ্যে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডে আপাতত ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। উত্তরাখণ্ডের আগামী ১৪ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব রাজস্থানেও, আগামী ২৪ ঘন্টার জন্য পূর্ব রাজস্থানে বৃষ্টির সাবধানবাণী দেওয়া হয়েছে।
2024-08-10