BRAKING NEWS

ত্রিপুরা বার এসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষিত

আগরতলা, ১০ আগস্ট: হাইকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এসোসিয়েশন কার্যকরী কমিটির নির্বাচনে ৬-৫ ফলাফলে জয়ী হয়েছে বিজেপি প্যানেল। সভাপতি পদে জয়ী হয়েছেন বরিষ্ঠ আইনজীবী বিহ্বল নন্দী মজুমদার। তাছাড়া, সম্পাদক পদে জয়ী হয়েছেন ইন্ডি জোটের আইনজীবী সুব্রত সরকার।প্রসঙ্গত, আজ ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ২১ টি আসনের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ২১৭ জন ভোটার রয়েছেন। ১১টি পদের মধ্যে রয়েছে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও ৬ টি কার্যকরী সদস্যের পদ। নির্বাচিত কমিটি পরবর্তী দুই বছরের দায়িত্বে থাকবে। আজ ২:৩০ মিনিট নাগাদ থেকে ভোট গণনা শুরু হয়েছিল। এদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১ সদস্যকের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছেন।  ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিহ্বল নন্দী জুমদার। সহ-সভাপতি প্রবাল ঘোষ, সম্পাদক সুব্রত সরকার,সহ-সম্পাদক অস্মিতা বনিক, এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সৌগত দত্ত। এছাড়া ছয়জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, অংকন তিলক পাল, সীমিতা চক্রবর্তী ,দিব্যেন্দু সরকার,অনুজিৎ দে, সাগর বনিক এবং সৈকত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *