নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.) : ব্যাঙ্কগুলিই ডিপোজিট রেট ও ইন্টারেস্ট রেট ঠিক করে। জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, ব্যাঙ্কগুলি নিজেদের আমানতের হার ঠিক করে এবং তাঁরা নিজেদের সুদের হার ঠিক করে। পরিস্থিতির অবস্থান ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে পরিবর্তিত হতে পারে। আমি মনে করি আমাদের প্রকৃত সুদের হার খুব বেশি অস্থির ছিল না, মোটামুটি স্থিতিশীল।”রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ব্যাঙ্কগুলিকে সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে ইতিবাচকভাবে কাজ করতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শনিবার দিল্লিতে আরবিআই-এর কেন্দ্রীয় নির্দেশক মণ্ডলীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই আরবিআই গভর্নর এই মন্তব্য করেন।
2024-08-10