নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা খেলেন বিনেশ ফোগাট। তাঁকে ফাইনালে খেলতে দেওয়া হবে না। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু বুধবার সকালে তাঁর ওজন মাপা হয়। সেখানে দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। সেই কারণে বিনেশকে ফাইনালে নামতে দেওয়া হবে না। এই খবর প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানালেন, বিনেশ ফোগাট ভারতের গর্ব ও প্রত্যেক ভারতীয়ের জন্য অনুপ্রেরণা।প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিনেশ, আপনি চ্যাম্পিয়নদের মধ্যে একজন চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব ও প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। আজকের বাধা বেদনাদায়ক। আমি জানি, আপনি স্থিতিস্থাপকতার প্রতীক। চ্যালেঞ্জ মোকাবেলা করা সবসময়ই আপনার স্বভাব।”
2024-08-07