বেঙ্গালুরু, ৬ আগস্ট (হি.স.) : মঙ্গলবার কর্ণাটকের শিবমোগার সাগর টাউনে হঠাৎই একটি বাসে অগ্নিকাণ্ড। ভাটকল থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে বাসটিতে আগুন লাগে বলে জানা যায়।
জানা গেছে, কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন দফতরের বাস ছিল এটি। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীকরে হঠাৎ করে বাসে আগুন লাগলো, খতিয়ে দেখা হচ্ছে।

