নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.) : জিএসটি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের সদস্যদের। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে, এই দাবি তুলে মঙ্গলবার প্রতিবাদ দেখান তাঁরা। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকরদ্বারের সামনে হাজির হয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, সুদীপ ব্যানার্জি, সাগরিকা ঘোষ-সহ একাধিক বিরোধী দলের বহু সাংসদ। এই নিয়ে রাহুল গান্ধী বলেন, অসুস্থতায় যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য আমজনতা কষ্ট করেই বিমার প্রিমিয়াম দেয়। কেন্দ্রীয় সরকার এই বিমা থেকে ২৪ হাজার কোটি টাকা কর হিসাবে নিচ্ছে। ইন্ডি জোট এই চিন্তাধারার বিরোধিতা করে। স্বাস্থ্য ও জীবন বিমাকে জিএসটি মুক্ত করতে হবে বলেও দাবি জানান তিনি।
2024-08-06