অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের উদ্যোগে বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন

আগরতলা, ৫ আগস্ট : অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের  পক্ষ থেকে নব  নির্বাচিত বিধায়ক তথা মেয়র দীপক কুমার মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।  সোমবার দুর্গা চৌমুহনী বিপণী বিতানে অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের  সাধারন সভার পাশাপাশি রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়।

পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন  সংগঠনের নেতৃবৃন্দ। মেয়র তথা রামনগর কেন্দ্রে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার ছাড়াও  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা।

কিছুদিন পূর্বে মেয়র দুর্গা চৌমুহনী বিপনী বিতান পরিদর্শন করেছিলেন। সেখানে একটি সংগঠনের বেআইনি দখল উনার নজরে পড়েছিল। তাদেরকে সাত দিনের ভিতরে  জায়গা খালি করতে নির্দেশ দিয়েছিলেন। আজ তারা নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিলেন সেই ঘরের।