ধর্মনগর, ৫ আগস্ট : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত চুরাইবাড়ি ও কদমতলা দুটি হোস্টেল পরিদর্শন করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।
সোমবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এসটি বয়েজ হোস্টেল পরিদর্শন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। যেখানে তিনি রান্নাঘরসহ হোস্টেলের সমস্ত কিছু পর্যালোচনা করেন। মন্ত্রীসহ আধিকারিক হোস্টেল চত্বরে বৃক্ষরোপণ করেন।
হোস্টেলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয় নিয়ে তিনি তার দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেন।
পরবর্তী সময়ে, তিনি চুরাইবাড়ি খাদিমপাড়া এলাকায় অবস্থিত বেসরকারি এনজিও পরিচালিত ওশিয়ান হার্টস জনজাতি গার্লস হোস্টেল পরিদর্শন করেন। এখানে তিনি হোস্টেলের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ছাত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বেসরকারি এনজিও পরিচালিত হোস্টেলের নামে অনেক অভিযোগ রয়েছে। তাই তিনি এদিন ঝটিকা সফর করেছেন। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।